দুইদিনের জন্য চন্দ্রপুর আইএসবিটিতে যান চলাচল বন্ধ রাখলেন মলিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ শনিবার থেকে দুই দিনের জন্য চন্দ্রপুর আই এস বি টি থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখেছেন যানবাহনের মালিক এবং শ্রমিকরা৷ তাদের অভিযোগ বাণিজ্যিক ক্ষেত্রে যেসব যাত্রী পরিবহন করার কথা সে সব যাত্রী প্রাইভেট গাড়ি দিয়ে পরিবহন করা হচ্ছে৷ আপত্তি করব তারা কোনো প্রতিকার পাচ্ছেন না৷


বিষয়টি পরিবহন দপ্তরের নজরে আনা হয়েছে৷ রাজ্য সরকারকে এ বিষয়ে অবগত করা হয়েছে৷কিন্তু কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না৷ এর ফলে তারা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছে৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা যাত্রী পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ শনিবার সকাল থেকে চন্দ্রপুর আইএসবিত থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ফলে যাত্রীরা বিপাকে পড়েন৷ বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আসা যাত্রী চন্দ্রপুর আইএস বিটিতে আটকা পড়েন৷ ঘটনাকে কেন্দ্র করে যাত্রীসাধারণ এর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷