চাহিদা অনেক, কিন্তু যোগান কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে মোম

আগরতলা, ৪ নভেম্বর (হি.স.)৷৷ আর কিছু দিন পর ত্রিপুরা সহ সমগ্র দেশ আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠবে৷ সেই উৎসবে আলোর রোশনাই ছড়িয়ে দিতে মোমবাতি তৈরির কাজ চলছে জোর কদমে৷ কিন্তু, চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় মোমবাতির চড়া দামের ছ্যাঁকা লাগবেই, তা অস্বীকার করার কোনও সুযোগ নেই৷


স্থানীয় মোমবাতি প্রস্তুকারক সুজন ব্যানার্জির কথায়, লকডাউনে অনেক কারখানায় উৎপাদনে ব্যাঘাত ঘটেছে৷ তেমনি কিছু কারখানা লোকসানের সম্মুখীন হওয়ায় বন্ধ হয়ে গেছে৷ প্রচুর শ্রমিক এখনও সঠিকভাবে কাজে যোগ দেননি৷ স্বাভাবিকভাবে উৎপাদনে ঘাটতি দেখা দেবেই৷

তিনি বলেন, এ বছর মোমবাতির প্রচুর চাহিদা রয়েছে৷ কিন্তু চাহিদা অনুযায়ী যোগান দেওয়া সম্ভব হচ্ছে না৷ তাঁর দাবি, লকডাউনের দরুন অনেকেই মোমবাতি কিনে মজুত রাখেননি৷ ফলে এখন সকলেই একত্রে মোমবাতি চাইছে৷ তাতে যোগান দেওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে৷
তাঁর দাবি, পাইকারি বাজারে সঠিক মূল্যে মোমবাতি বিক্রি করা হচ্ছে৷ তাতে, কোনও মূল্যবৃদ্ধি হয়নি৷ কিন্তু, খুচরা ব্যবসায়ীরা ক্রেতাদেরকে বেশি দামে বিক্রি করছেন৷ তাঁর যুক্তি, চাহিদার তুলনায় যোগান কম হওয়ার ফায়দা নিচ্ছেন খুচরা বিক্রেতারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *