কোহিমা, ২৯ অক্টোবর (হি.স.) : নাগাল্যান্ডে ৫,৩১৫ জন যৌনকর্মীকে বিনামূল্যে শুকনো রেশন দেবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে নাগাল্যান্ড সরকার এই পদক্ষেপ নিতে চলেছে। গত ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দিয়েছিল।
আদালতে নাগাল্যান্ড সরকারের পক্ষে আইনজীবী জানিয়েছেন, যৌনকর্মীদের বিনামূল্যে রেশন দেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। সমস্ত পদ্ধতি অনলাইন হওয়ায় কিছু সমস্যা হচ্ছে। তাতে আদালতের বক্তব্য, অনলাইন পদ্ধতিতে আরও দ্রুততার সাথে সমস্ত কাজ হওয়ার কথা। আদালত বলেছে, দেশের অধিকাংশ রাজ্যই যৌনকর্মীদের বিনামূল্যে রেশন সরবরাহ করছে। আদালতের সাফ কথা, মানবিকতার দৃষ্টিতে যৌনকর্মীদের বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা অবিলম্বে করা উচিত। ফলে, নাগাল্যান্ড সরকার এবার রাজ্যের ৫,৩১৫ জন যৌনকর্মীকে বিনামূল্যে শুকনো রেশন দেওয়ার বন্দোবস্ত করছে।