নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): বায়ুদূষণে বেহাল দিল্লি। দূষণের মাত্রা যত বাড়ছে, ততই বাড়ছে অস্বস্তি। গত কয়েকদিন আগে পর্যন্ত ‘খারাপ’ ছিল, ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে রাজধানীর বাতাস। বায়ুদূষণের জেরে ব্যাহত হচ্ছে দিল্লির স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার সকালে দিল্লির ইন্ডিয়া গেট ও সংলগ্ন এলাকা ছিল ধোঁয়াশায় ঢাকা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরপুরীতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪২০, যা ভীষণ খারাপ।
জাহাঙ্গীরপুরী ছাড়াও আর কে পুরমের বাতাসও ছিল দূষিত। আর কে পুরমে বাতাসের গুণগতমান ছিল ৩৭৬, আইটিও-তে ৩৮৪, লোধি রোডে ৩১১ এবং পঞ্জাবি বাগে ৩৮৭। এছাড়াও আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪০১, আলিপুরে ৪০৫ এবং ওয়াজিরপুরে ৪১০। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, সর্বত্রই বাতাসের গুণগতমান ছিল অত্যন্ত খারাপ। খারাপ বাতাসের কারণেই অস্বস্তির মধ্যে রয়েছেন দিল্লির মানুষজন। দূষণ এতটাই যে ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ছে দিল্লির বিভিন্ন প্রান্ত।