BRAKING NEWS

দিল্লিতে এখনই খুলছে না স্কুল, কলেজে বাড়ছে সিট

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): করোনাভাইরাসের প্রকোপের কারণে রাজধানী দিল্লিতে ৭ মাসেরও বেশ সময় ধরে বন্ধ রয়েছে সমস্ত স্কুল। করোনার প্রকোপ এখনও থামেনি দিল্লিতে। তাই দিল্লিতে এখনই খুলছে না সরকারি স্কুল। সরকারি স্কুলের পাশাপাশি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে বেসরকারি স্কুলও। বুধবার জানিয়ে দিলেন দিল্লির শিক্ষা মন্ত্রী মনীশ সিসোদিয়া। একইসঙ্গে সিসোদিয়া জানিয়েছেন, কলেজে সিট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ নির্দেশ অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই মনে করা হয়েছিল, ১ নভেম্বর থেকে দিল্লিতে খুলতে পারে স্কুল। কিন্তু, বুধবার দিল্লির শিক্ষা মন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দিল্লিতে বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের মতে স্কুল খুললেই করোনা-সংক্রমণ বাড়বে। তাই আপাতত স্কুল না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রী আরও জানান, আইপি বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে ১,৩৩০টি সিট বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। তিনি বলেন, এবার ১,৩৩০টি সিট বেশি হবে। ৬৩০টি সিট বিটেক-এর জন্য, বিবিএ-র জন্য ১২০টি সিট এবং বি কম-এর জন্য ২২০টি সিট, বিএ (ইকোনমিক্স)-তে ১২০টি সিট, বিসিএ-তে ৯০টি সিট এবং এমবিএ-তে ৬০টি নতুন সিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *