BRAKING NEWS

মিজোরামে করোনা-আক্রান্তের প্রথম মৃত্যু

আইজল, ২৮ অক্টোবর (হি.স.) : মিজোরামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে আজ। ৬২ বছর বয়সি ওই ব্যক্তি লালসাঙ্খুমা গত ১০ দিন ধরে করোনা-র সাথে যুদ্ধ করে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই মৃত্যুর ঘটনায় দেশে এমন কোনও রাজ্য রইল না যেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি কেউ। 

জানা গেছে, আজ দুপুর ১২টা ২০ মিনিটে মিজোরামের জোরাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডরপুরের বাসিন্দা লালসাঙ্খুমা মৃত্যুবরণ করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, লালসাঙ্খুমা অন্য রোগে আগে থেকেই অসুস্থ ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁকে গত ১৮ অক্টোবর আইসিইউ-তে ভরতি করা হয়েছিল। 

মিজোরামের তথ্য ও জনসংযোগ দফতর আজ এক টুইট বার্তায় জানিয়েছে, রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৬২ বছর। তিনি অন্য রোগে আক্রান্ত ছিলেন। জেডএমসি হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। তথ্য দফতর জানিয়েছে, করোনার স্বাস্থ্য বিধি মেনে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। 

প্রসঙ্গত, মিজোরামে এখন পর্যন্ত ২,৬০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২,২২৪ জন। এখনও সক্রিয় রোগী রয়েছেন ৩০২ জন। এছাড়া কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা হয়েছে এক লক্ষ এক হাজার জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *