রাজ্যে ৯টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস, দেড় বছরে কাজ সমাপ্ত করার লক্ষ্যমাত্রা

আগরতলা, ২৭ অক্টোবর (হি.স.)৷৷ ত্রিপুরায় ৯টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করলেন কেন্দ্রীয় ভূতল সড়ক, পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ি৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার তিনি এই ঐতিহাসিক দিনের সূচনা করলেন৷ সাথে জানালেন, দেড় বছরের মধ্যে জাতীয় সড়ক প্রকল্পের কাজ সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তাঁর বিশ্বাস, ওই প্রকল্পগুলির সহায়তায় ত্রিপুরার ছবি বদলে যাবে৷ আজ ২৬২ কিমি দীর্ঘ জাতীয় সড়কের জন্য ২,৭৫২ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস হয়েছে৷


প্রসঙ্গত, ২০১.৯৯ কোটি টাকা ব্যয়ে জোলাইবাড়ি-বিলোনিয়া ১০৮-এ নম্বর ২১.৪ কিমি জাতীয় সড়ক, ২৭৭.৫০ কোটি ব্যয়ে কৈলাসহর-কুমারঘাট ১৮.৬০ কিমি দীর্ঘ ২০৮ নম্বর জাতীয় সড়ক, ১৪৭ কোটি টাকা ব্যয়ে ১২.৯০ কিমি দীর্ঘ খয়েরপুর-আমতলি (বাইপাস), ৪৮০.১৯ কোটি টাকা ব্যয়ে আগরতলা-খোয়াই ১০৮-বি নম্বর জাতীয় সড়ক, ৪৭৩.৪৯ কোটি টাকা ব্যয়ে ৩৬.৪৬ কিমি দীর্ঘ কৈলাসহর-কুর্তি ২০৮-এ নম্বর জাতীয় সড়কে সেতু, ৫৯৫.১২ কোটি টাকা ব্যয়ে মনু-শিমলুঙ ৪৪-এ নম্বর জাতীয় সড়ক, ৮৩.০৬ কোটি টাকা ব্যয়ে মুহুরি এবং গোমতি নদীর উপর দুটি আরসিসি সেতু, ২৫৭.৯৬ কোটি টাকা ব্যয়ে চোরাইবাড়ি থেকে আগরতলা ৭৪.৮৫ কিমি দীর্ঘ ৮ নম্বর জাতীয় সড়কের উন্নয়ন এবং চোরাইবাড়ি থেকে আগরতলা ২১.৭৮৯ কিমি দীর্ঘ ৪৪ নম্বর জাতীয় সড়ককে জিওমেট্রিক পদ্ধতিতে উন্নীতকরণ প্রকল্পের শিলান্যাস হয়েছে আজ৷


কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি বলেন, কর্মসংস্থান কেন্দ্রীয় সরকারের সবচেয়ে অগ্রাধিকারের ক্ষেত্র৷ তাতে জাতীয় সড়ক প্রকল্পগুলি দারুণভাবে সহায়ক হবে৷ তাঁর মতে, যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন রাজ্য ও দেশের প্রগতিতে বিরাট ভূমিকা পালন করে থাকে৷ ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যেও প্রসার ঘটবে৷ তাঁর দাবি, পূর্বাঞ্চলকে বাংলাদেশের সাথে যোগাযোগ স্থাপনে চোরাইবাড়ি থেকে বিলোনিয়া পর্যন্ত জাতীয় সড়ক প্রকল্পটি বিশেষভাবে কার্যকরী বলে প্রমাণিত হবে৷ এছাড়া ফেনি নদীর উপর নির্মীয়মাণ সেতু আগামী ডিসেম্বরেই চালু হয়ে যাবে৷ তাতে চিটাগাং বন্দরের সাথে সহজে যোগাযোগ স্থাপন হবে৷ সাথে তিনি যোগ করেন, কৃষি ক্ষেত্রে ত্রিপুরার উন্নতির জন্য জাতীয় সড়ক প্রকল্পগুলি দারুণভাবে সহায়ক হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *