শান্তিরবাজারে যান দূর্ঘটনায় আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ অক্টোবর৷৷ ফের যান দুর্ঘটনায় আহত তিনজন ব্যক্তি৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা জৈন ভিক্টর রিয়াং ( ৫৯ ) নিজ গাড়ীকরে উদয়পুর থেকে বাড়ীর উদ্দ্যেশ্যে আসছিলো৷ এরমধ্যে বীরচন্দ্র নগর বাজার সংলগ্ণ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের পাশে একটি ছড়ার মধ্যে গিয়েপরে৷


এতে করে গাড়ী চালক জৈন ভিক্টর রিয়াং ও গাড়ীতে থাকা অপর দুইজন আহত হয়৷ আহতের মধ্যে গাড়ী চালক ও অপর একজনের অবস্থা গুরতর হোওয়াতে দুইজনকে গোমতী জেলাহাসপাতালে স্থানন্তিরত করাহয়৷ অপর একজনের চিকিৎসা চলছে বীরচনন্দ্র নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ জানাযায় গাড়ীটি দ্রুত গতিতে ছিলো৷ যারফলে নিয়ন্ত্র হারিয়ে এই দুর্ঘটনা ঘটে৷ জৈন ভিক্টর রিয়াং পেশায় শিক্ষক বলে জানাযায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *