BRAKING NEWS

রাহুল গান্ধী ভারতকে ঘৃণা করেন, তীব্র কটাক্ষ সম্বিত পাত্রর

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি. স.): ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সম্প্রতি পাকিস্তানের লাহোর লিটারেরি মিটে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নিন্দায় সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।এবার এই প্রসঙ্গে পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে নিন্দায় রবিবার সকালে সরব হলেন বিজেপি মুখপত্র সম্বিত পাত্র।

রাহুল গান্ধীকে রাহুল লাহোরি বলে কটাক্ষ করেছেন সম্বিত।
 রবিবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সম্বিত পাত্র জানিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চে বিশেষ করে পাকিস্থানে ভারতের সম্মানকে হানি করে চলেছে কংগ্রেস নেতারা। মনে হচ্ছে যেন পাকিস্তানের নির্বাচনে লড়বেন রাহুল গান্ধী। এমন কাজের জন্য রাহুল গান্ধীকে এবার থেকে বিজেপি তরফে রাহুল লাহোরি বলে ডাকা হবে। ভারতের জাতীয় কংগ্রেস পরিণত হয়ে গিয়েছে পাকিস্তান ন্যাশনাল কংগ্রেসে।শতাব্দীপ্রাচীন এই দলটি এখন জিনহার সমর্থকদের প্রার্থীপদ করে চলেছে। এতে কোন সন্দেহ নেই রাহুল গান্ধী ভারতকে ঘৃণা করে।


করোনা রোগ প্রতিরোধে ভারতের সাফল্য তুলে ধরে সম্বিত পাত্র জানিয়েছেন গোটা বিশ্ব দেখেছে যে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে করোনায় সুস্থতার হার সর্বাধিক। করোনা থেকে মৃত্যু কম হয়েছে ভারতে। বিশ্বের আর কোন দেশ ভারতের মতন এতটা গণতান্ত্রিক নয়। কংগ্রেসের উচিত পাকিস্তানকে জিজ্ঞাসা করা যে সেখানকার সংখ্যালঘুদের দশা এত খারাপ কেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *