নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি. স.): অবশেষে প্রকাশ হল ইস্টবেঙ্গলের নতুন নাম ও লোগো । ইস্টবেঙ্গলের নামের আগে ‘এসসি’ জুড়লেও ঐতিহ্য মেনে লোগোয় থাকল মশাল। অপরিবর্তিত আছে লাল-হলুদ রংও। শনিবার নতুন নাম ও লোগো প্রকাশ করে আইএসএলের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, এসসি ইস্টবেঙ্গল হিসেবে দেশের সর্বোচ্চ টুর্নামেন্টে খেলবে লাল-হলুদ শিবির।
বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের কর্তা হরিমোহন বাঙ্গুর বলেন, ‘ক্লা্বের নয়া লোগোয় মশাল এবং রং থাকছে। যা ইস্টবেঙ্গলের সমৃদ্ধ ঐতিহ্য এবং ভারতীয় ফুটবলে সেই ক্লাবের অবদানের সঙ্গে শ্রী সিমেন্টের সংযুক্তিকে তুলে ধরেছে। সেই সংযুক্তির ফলে ক্লাবের পতাকা উঁচুতে উড়তে থাকবে।’
আইএসএলের তরফে ‘এসসি’-র পুরো অর্থ প্রকাশ না করা হলেও ‘ইস্টবেঙ্গল এফসি’-র ফেসবুক পেজে নয়া প্রোফাইল ছবির তলায় লেখা হয়েছে, ‘স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গলকে স্বাগত জানান।’ আইএসএলের ফেসবুক এবং টুইটার পেজেও এসসি ইস্টবেঙ্গলের নয়া লোগো প্রকাশ করে স্বাগত জানানো হয়েছে। একইসঙ্গে কভার পিকচারে ১০ দলের সঙ্গে এসসি ইস্টবেঙ্গলের লোগোও যোগ করেছে আইএসএল।
শ্রী সিমেন্টের কর্তার বক্তব্য, ক্লাবের প্রাণ হলেন সমর্থকরাই। সেই ‘হৃৎপিণ্ড’ এবং ‘আত্মা’-কে সঙ্গে নিয়েই ‘এক পরিবার’ হিসেবে এগিয়ে যেতে বদ্ধপরিকর তাঁরা। হরিমোহন বাঙ্গুরের কথায়, ‘নয়া লোগো প্রকাশ করতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি আমরা। যা আধুনিকতার মোড়কে আমাদের অভাবনীয় ফুটবল ঐতিহ্যকে স্যালুট করেছে।’