কলকাতা, ১৫ অক্টোবর ( হি. স.) : ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে করোনা মুক্ত অভিনেতা। নন-কোভিড আইটিইউতে স্থানান্তরিত করা হল সৌমিত্র চট্টোপাধ্যায়কে। অভিনেতার শারীরিক অবস্থা আরও কিছুটা স্থিতিশীল বৃহস্পতিবার এমনটাই জানালো বেলভিউ হাসপাতাল।
বেলভিউ হাসপাতাল সূত্রে খবর,সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বর্তমানে অভিনেতা করোনা মুক্ত তাকে কোভিড আইটিইউ থেকে তাঁকে স্থানান্তরিত করা হল নন-কোভিড আইটিইউতে। ওষুধেও সাড়া দিচ্ছেন অভিনেতা। রাতে ঠিক ভাবে ঘুমিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কমেছে অভিনেতার তন্দ্রাচ্ছন্ন ভাব ও অস্থিরতা। বর্তমানে অভিনেতাকে মিউজিক থেরাপিতে রাখা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, ৬ অক্টোবর অভিনেতার পরিবারের সদস্যরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ইএম বাইপাসের ধারে বেলভিউ হাসপাতালে ভর্তি করে । যখন অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন মৃদু জ্বর ছিল তার। হাসপাতালে ভর্তির পর তার জ্বর কমে যায়। অক্সিজেনের মাত্রাও তখন স্বাভাবিক ছিল। যদিও তারপরে শ্বাসকষ্ট জনিত সমস্যা হতে শুরু করায় শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেতার। তবে, বর্তমানে আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা।