BRAKING NEWS

শীঘ্রই ক্যান্সার থেকে মুক্তি পেয়ে যাব : সঞ্জয় দত্ত

মুম্বই, ১৫ অক্টোবর (হি.স.): ‘মুন্নাভাই’ ভক্তদের জন্য সুখবর। সঞ্জয় দত্ত নিজেই জানিয়ে দিলেন, খুব শীঘ্রই মারণ রোগ ক্যান্সার থেকে মুক্তি পেয়ে যাবেন তিনি। একইসঙ্গে মুন্নাভাই এই প্রথম স্বীকার করলেন, তাঁকে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে হয়েছে এতদিন। গত আগস্ট মাসে সঞ্জয় দত্ত জানিয়ে ছিলেন, কিছু দিনের জন্য পেশাগত প্রতিশ্রুতি থেকে বিরতি নেবেন তিনি। তখনও জানাননি যে, তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন।


বুধবার রাতে একটি ইনস্টাগ্রাম ভিডিওতে সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমের সেলুনে চুল কাটাতে দেখা যায় সঞ্জয় দত্তকে। তখন সঞ্জয় জানান, আমি শীঘ্রই ক্যান্সার থেকে মুক্তি পাব। অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল। ক্যান্সার তৃতীয় পর্যায় বা থার্ড স্টেজে পৌঁছে গিয়েছিল। অবশেষে ক্যান্সারকে হারিয়ে স্বাভাবিক জীবনযাত্রার ফিরতে চলেছেন সঞ্জয় দত্ত। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো নভেম্বর মাসেই সেটে দেখা যাবে মুন্নাভাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *