নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি. স.): কেন্দ্রীয় সরকারের নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে পঞ্জাব এবং হরিয়ানায় ব্যাপক পরিমাণে কৃষক আন্দোলন ছড়িয়ে পড়েছে।সেই আন্দোলনকে প্রশমিত করার লক্ষ্যে পঞ্জাবের ২৯ টি কৃষক সংগঠনের নেতৃত্বের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের সচিব। এই বৈঠকের উদ্দেশ্য ছিল রফাসূত্র বের করে আন্দোলন থেকে কৃষকদের প্রতিহত করা। কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের অনুপস্থিতি বিতর্ক সৃষ্টি করেছে। কৃষিমন্ত্রীর অনুপস্থিতির জন্য কৃষকদের ক্রোধ আরও বেড়ে গিয়েছে। বৈঠকের টেবিলে কার্যত অসন্তোষ প্রকাশ করে শীর্ষ কৃষক নেতারা।তারা ক্রমাগত নতুন কৃষি আইন এবং কেন্দ্রীয় সরকারের স্লোগান দিতে থাকে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে নতুন কৃষি আইনের নথি ছিড়ে ফেলে কৃষক নেতারা। গুরুত্বপূর্ণ এই বৈঠকে কৃষিমন্ত্রীর অনুপস্থিতিকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে দেশের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেস। এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্জেওয়ালা জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজে এবং কৃষিমন্ত্রীও কোনদিন কৃষিকাজ করে দেখেননি। কৃষিকাজ কি করে করতে হয় সেই সম্পর্কে দুজনেরই কোন জ্ঞান এবং অভিজ্ঞতা নেই। এরাই নতুন কৃষি আইন এনে বলছে এটা কৃষকদের পক্ষে।অথচ বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে আলোচনার টেবিলে অনুপস্থিত কৃষিমন্ত্রী স্বয়ং। দেশের কৃষি ব্যবস্থাকে শেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র বিজেপি রচনা করেছেন তা শীঘ্রই সমাপ্ত হবে। দল হিসেবে কংগ্রেস কৃষকদের জাগ্রত করার লক্ষ্যে কাজ করে চলেছে।
2020-10-14