লিমা, ১৪ অক্টোবর (হি. স.) : পেরুর বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হ্যাটট্রিক করে ব্রাজিলিয়ান রোনাল্ডোর দেশের জার্সিতে গোল করার রেকর্ড ভাঙলেন নেইমার। পেরুর বিরুদ্ধে তিন গোল করে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন নেইমার।
বুধবারের এই ম্যাচে নেইমারের হ্যাটট্রিকের সুবাদে ৪–২ ব্যবধানে পেরুকে হারায় ব্রাজিল। ম্যাচ শেষে দেশের জার্সিতে তাঁর মোট গোলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৪। এখন তাঁর সামনে কেবল আরেক কিংবদন্তি পেলে। দেশের জার্সিতে পেলের গোল সংখ্যা ৭৭।