BRAKING NEWS

বিহারের ৪০-৫০টি আসনে লড়বে শিবসেনা : সঞ্জয় রাউত

মুম্বই, ১৩ অক্টোবর (হি.স.): আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে শিবসেনা প্রতিদ্বন্দ্বিতা করবে, তা আগেই জানিয়ে দিয়েছিলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। এবার সঞ্জয় জানিয়ে দিয়েছেন, বিহারের ৪০-৫০টি আসনে লড়বে শিবসেনা। তবে কোনও দলের সঙ্গে জোট নিয়ে শিবসেনার এখনও পর্যন্ত আলোচনা হয়নি। সঞ্জয় রাউত জানিয়েছেন, পাপ্পু যাদব-সহ স্থানীয় কিছু দল আমাদের সঙ্গে কথা বলতে চাইছে।


মঙ্গলবার শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে প্রশ্ন করা হয়, বিহার বিধানসভা নির্বাচেন শিবসেনা কী এনসিপি-র সঙ্গে জোট করে লড়বে? এই প্রশ্নের উত্তরে সঞ্জয় রাউত জানান, বিহারের ৪০-৫০টি আসনে লড়বে শিবসেনা, কোনও দলের সঙ্গে জোট নিয়ে শিবসেনার এখনও পর্যন্ত আলোচনা হয়নি। রাউত আরও জানান, ‘আগামী সপ্তাহে আমি পাটনায় যাচ্ছি। পাপ্পু যাদব-সহ স্থানীয় কিছু দল আমাদের সঙ্গে কথা বলতে চাইছে।


উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর থেকে তিন-দফায় নির্বাচন বিহারে। ২৮ অক্টোবর প্রথম দফার ভোটগ্রহণ, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটগ্রহণ হবে-যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *