নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বক্সনগর এলাকার পুটিয়া হাই সুকলে ঢুকে এক ছাত্রকে ক্লাস রুমে ঢুকে বেধড়ক মারধর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী র জওয়ানরা৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গেছে পুটিয়া হাই সুকলের ছাত্রছাত্রীরা ক্লাস রুমে বসে গল্প করছিল৷ হঠাৎ বিএসএফের জওয়ানরা সুকলে ঢুকে পাচারকারী সন্দেহে ওয়াস সময়ের ভিতর ছাত্রকে চপেটাঘাত করে৷ ঘটনায় মুহূর্তেই তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ছাত্র-ছাত্রীদের চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন সুকলে৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷অভিযুক্ত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা৷ তাদের অভিযোগ বিএসএফ জওয়ানরা পাচারকারীদের পাকড়াও করতে না পেরে নিরীহ মানুষ এমনকি সুকল পড়ুয়া ছাত্রদের ওপর হামলা শুরু করেছে৷ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে৷এ বিষয়ে স্থানীয় জনগণ বিএসএফের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷অভিযুক্ত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

