অসমে বহু কোটি টাকার হেরোইন ও ব্ৰাউন সুগার উদ্ধার, গ্রেফতার দুই

ডিফু (অসম), ৯ অক্টোবর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙে উদ্ধার করা হয়েছে এক কিলোগ্রাম হেরোইন এবং এক কিলোগ্রাম ব্রাউন সুগার। এর সঙ্গে আটক করা হয়েছে দুই ব্যক্তিকে।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ শুক্রবার সকালে ডিলাই থানার পুলিশ জাতীয় সড়কে নিয়মিত তালাশি চালাচ্ছিল। সময় সকাল প্রায় আটটা। এএস ০১ এলসি ৩৬১৩ নম্বরের একটি ট্ৰাকে তালাশি চালিয়ে এক কিলোগ্রাম হেরোইন এবং আরও এক কিলোগ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। নেশা দ্রব্য পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। ধৃতদের পূর্ব ইমফলের ক্ষেত্ৰি গ্রামের বাসিন্দা নুর ইসলাম (৪১) এবং নিম্ন অসমের গোয়ালপাড়া জেলার অন্তর্গত কৃষ্ণাইয়ের বাসিন্দা আব্দুল আজিজ (২২) বলে পরিয় পাওয়া গেছে।

নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারা বলে মামলা রুজু করে নুর ইসলাম এবং আব্দুল আজিজকে গ্রেফতার করেছে ডিলাই পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *