তেলিয়ামুড়ায় অজগর শাবক উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ অক্টোবর৷৷ রেগার কাজ করার সময় একটি অজগর শাবক উদ্ধার হয়েছে৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া বন দফতরের অধীন চাকমাঘাট মহারানিপুর এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷


ওই এলাকার খোয়াই নদীর তীরে অন্যান্য দিনের মতো স্থানীয় মানুষজন রেগার কাজ করতে গিয়েছিলেন৷ রেগার শ্রমিকরা যখন মাটি কাটতে থাকেন তখন এক অজগর শাবককে প্রত্যক্ষ করেন৷ তাতে অনেকেই ভয়ে দৌড়ে পালিয়ে যান৷ সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া বন দফতরে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া বনদফতরের কর্মীরা৷ অজগরটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া বনদফতরে নিয়ে গেছেন তারা৷


কয়েকদিন পর পর তেলিয়ামুড়ায় বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে অজগর শাবক৷ কারও হাঁস কিংবা কারও মুরগি হারিয়ে যাচ্ছে এলাকা থেকে৷ বন দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, অজগর শাবকটি বর্তমানে অক্ষত অবস্থায় রয়েছে৷ খুব শীঘ্রই বড়মুড়া কিংবা আঠারামুড়ার গভীর জঙ্গলে অজগর শাবকটিকে ছেড়ে আসা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *