BRAKING NEWS

ফরাসি ওপেনেও আরব বিপ্লবের

প্যারিস, ৪ অক্টোবর (হি.স.):  অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার ফরাসি ওপেনেও আরব বিপ্লবের জন্ম দিলেন তিউনিশিয়ার  টেনিস তারকা ওনাস জাবেউর। অষ্টম বাছাই আরিনা সাবালেংকাকে হারিয়ে ফরাসি ওপেনের শেষ ষোলোয় পৌঁছালেন জাবেউর ।


বছরের শুরুতে প্রথম আরব নারী হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন ওনাস জাবেউর। এবার ফরাসি ওপেনে মেয়েদের অষ্টম বাছাই আরিনা সাবালেংকাকে ৭-৬ (৯/৭), ২-৬, ৬-৩ গেমে হারিয়ে প্রথম আরব নারী হিসেবে ফরাসি ওপেনের শেষ ষোলোতে পৌঁছালেন ২৬ বছর বয়সী জাবেউর। চতুর্থ রাউন্ডে তার সঙ্গী হয়েছেন চতুর্থ বাছাই সোফিয়া কেনিন ও ঝ্যাংশুয়াই। পুরুষ এককে বিদায় নিয়েছেন বেরেত্তিনি ও রবার্তো বাতিস্তা আগুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *