শ্রীনগর, ৪ অক্টোবর (হি. স.): রবিবার ভোরে জঙ্গিদের খোঁজে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার নাওপোড়া সেক্টরে যৌথ অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা। সামরিক পরিভাষায় এই ধরনের তল্লাশি অভিযানকে কর্ডন এন্ড সার্চ অপারেশন বলা হয়।
অর্থাৎ ঘিরে ধরে তল্লাশি চালানো। গ্রামের প্রতিটা বাড়িতে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালায় জওয়ানরা। গোটা গ্রামে আসা যাওয়ার পথ বন্ধ করে এই তল্লাশি অভিযান চলে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে গোপন সূত্র থেকে খবর পেয়েই তল্লাশি অভিযান চালানো হয়েছে।যদিও এখনো পর্যন্ত কোন জঙ্গির খোঁজ সেখানে পাওয়া যায়নি। উল্লেখ করা যেতে পারে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ করতে সচেষ্ট পাকিস্তান। ক্রমাগত জঙ্গিদের দিয়ে চলেছে ভারতের এই প্রতিবেশী দেশটি। অন্যদিকে ব্যাপকভাবে সতর্ক ভারত।

