নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে৷ পাশাপাশি, ২৪ ঘন্টায় নতুন করে ১৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তবে, স্বস্তির খবরও রয়েছে৷ ত্রিপুরায় ২৪ ঘন্টায় ৫১৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ তাতে, দেখা যাচ্ছে আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা বেশি৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ২৬,৫৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ২১,৩৮৭ জন সুস্থ হয়েছেন৷ বর্তমানে ৪৮৪৯ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন৷
গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ১৯৯৭ জনের কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাদের মধ্যে ১৮০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ এদিকে, ২৪ ঘন্টায় আরও চার জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ তাতে, ত্রিপুরায় এখন পর্যন্ত করোনা সংক্রমণে ২৯০ জনের মৃত্যু হয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৬.৬৯ শতাংশ৷ অন্যদিকে সুস্থতার হার ৮০.৬২ শতাংশ৷ তবে, মৃতের হার প্রায় একই জায়গায় রয়েছে৷ বর্তমানে মৃতের হার ত্রিপুরায় ১.০৯ শতাংশ৷

