নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ অক্টোবর৷৷ শুক্রবার রাত নয়টা নাগাদ বাগমা পুলিশ ফাঁড়ি থানার কর্তব্যরত পুলিশ চারজন ড্রাগ পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করে৷তারা একটি অল্টো গাড়ি নিয়ে আগরতলা থেকে শান্তির বাজারে যাচ্ছিলেন৷ তাদের নিকট কৌটা করে নিয়ে যাচ্ছেন এমন অনেক হিরোয়িন উদ্ধার করা হয়৷
নেতৃত্বে ছিলেন উদয়পুর বাগমা আউট পোষ্টের ও সি সুকান্ত দেব এবং বাগমা থানার পুলিশ৷ ধৃতদের রাধাকিশোরপুর থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসা করার জন্য৷ জিজ্ঞাসা বাদে বেরিয়ে আসবে ধৃতরা কোথা থেকে এগুলো এনেছে এবং কোথায় পাচার করবে৷ প্রসঙ্গত, লাকডাউন থাকাকালীন নেশা সামগ্রী চোরাচালান কিছুটা বন্ধ ছিল এখন আবার তা পুরো দমে শুরু হয়ে গিয়েছে৷

