ই-আবগারি অনলাইন সফটওয়্যারের আনুষ্ঠানিক সূচনা করলেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ সরকারের বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য জনসাধারণকে সরকারের কাছে আসতে হবে না৷ রাজ্য সরকারই সমস্ত পরিষেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে দায়বদ্ধ৷ কারণ সরকারের বিভিন্ন পরিষেবাকে সহজ ও সরলীকরণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়াই ত্রিপুরা সরকারের মূল লক্ষ্য৷ আজ বৃহস্পতিবার মহাকরণের ভিডিও কনফারেন্স হল-এ ত্রিপুরায় ই-আবগারি অনলাইন সফটওয়্যারের আনুষ্ঠানিক সূচনা করে এ-কথা বলেন, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷


অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারি পরিষেবার কাজে যত বেশি স্বচ্ছতা আসবে তত বেশি জনসাধারণ উপকৃত হবেন৷ পাশাপাশি স্বচ্ছতা আসলে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির ক্ষেত্রে তার প্রতিফলন ঘটা স্বাভাবিক৷ তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব অপরিসীম৷ এই সময়ে প্রযুক্তিকে ব্যবহার করে ই-আবগারি অনলাইন ব্যবস্থাপনা চালু করা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷


তাঁর কথায়, ছোট রাজ্য ত্রিপুরায় সরকারের বিভিন্ন পরিষেবা উন্নীতকরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ দূরবর্তী অঞ্চলগুলিতেও সরকারের বিভিন্ন পরিষেবা সহজলভ্য করতে রাজ্য সরকারের উদ্যোগ অব্যাহত৷ এক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি সেক্টরের অগ্রণী ভূমিকা রয়েছে৷


অনুষ্ঠানে অর্থ দফতরের সচিব তনুশ্রী দেববর্মা বলেন, ই-গভর্নান্স পরিষেবা রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে৷ অনুষ্ঠানে এনআইসি-র ডিরেক্টর জেনারেল ড় নীতা ভার্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন৷ তিনি বলেন, ত্রিপুরায় তথ্য ও প্রযুক্তি পরিকাঠামো এবং প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সম্প্রসারণের ক্ষেত্রে এনআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও তাদের কার্যধারা চালু থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *