পুর নিগম এলাকায় সরকারী দপ্তরগুলিতে কর্মচারীদের ৫০ শতাংশ উপস্থিতির সিদ্ধান্ত বাতিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ পুর নিগম এলাকায় সরকারী দপ্তরগুলিতে কর্মচারীদের ৫০ শতাংশ উপস্থিতির সিদ্ধান্ত বাতিল করল রাজ্য সরকার৷ এখন থেকে পুরোদমে সরকারী দপ্তরগুলি পরিচালিত হবে৷ সমস্ত সরকারী কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে হবে৷

আজ মুখ্যসচিব মনোজ কুমার এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন, গত ২৮ আগস্ট আগরতলা পুর নিগম এলাকায় সরকারী দপ্তরে কর্মচারীদের ৫০ শতাংশ উপস্থিতির সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে৷ এখন থেকে সরকারী অফিস স্বশাসিত এবং সরকার অধিগৃহীত দপ্তরগুলিতে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে৷ সেই মোতাবেক কর্মচারীদেরও উপস্থিত থাকতে হবে৷ এক্ষেত্রে সমস্ত দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *