নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ সেপ্ঢেম্বর৷৷ সিনেমার কায়দায় এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালালো এক অজ্ঞাত পরিচয় দুসৃকতি৷ ঘটনা বুধবার দুপুর আনুমানিক দুইটায় উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন গর্জি পুলিশ ফাঁড়ির অন্তর্গত জোয়ালিখামার এলাকায়৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা জোয়ালিখামার এলাকায়৷ ঘটনার তদন্তে গর্জি থানার পুলিশ৷
সূত্র মারফৎ জানা যায়, বুধবার দুপুর আনুমানিক দুইটায় জোয়ালিখামার এলাকার নকুল দাসের বাড়িতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এসে জলের তৃষ্ণা পেয়েছে বলে একটি খালি বোতল দিয়ে এতে জল ভর্তি করে দেবার জন্য বলেন৷ তখন নকুল বাবুর পুত্রবধূ মণিদীপা দাস ঘর থেকে বোতলটিতে জল ভর্তি করে দিয়ে ঘাড় ফিরাতেই হঠাৎ করে উনাকে মারধর করে মণিদীপা দেবীর গলায় থাকা সোনার চেইন টি ধরে এক টান দিয়ে খুলে ছিনতাই করে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে থাকা একটি মারুতি গাড়িতে উঠে অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তিটি পালিয়ে যেতে সক্ষম হয়৷ সঙ্গে সঙ্গে গৃহবধূ মণিদীপা চিৎকার চেঁচামেচি শুরু করলে বাড়ির লোকজন ছিনতাইকারীর পেছনে দৌড়ে ধরার চেষ্টা করলেও ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়৷ এই বিষয়ে গর্জি থানায় জানানো হয়েছে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ এই এলাকায় এই নতুন সংসৃকতির জন্মও নেওয়ায় এলাকায় উৎকন্ঠা ও ভীতির সঞ্চার হয়েছে৷