মুম্বই, ১ অক্টোবর (হি.স.): ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ পরিচালক অনুরাগ কাশ্যপকে ভারসোভা থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। মুম্বই পুলিশের সমন পাওয়ার পর বৃহস্পতিবার নির্ধারিত সময়েই হাজিরা দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। অভিনেত্রী পায়েল ঘোষ পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন গত ১৯ সেপ্টেম্বর। ভারতীয় সংবিধানের ৩৭৬, ৩৫৪, ৩৪১ এবং ৩৪২ ধারা অনুযায়ী অনুরাগের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সেই মামলাতেই বৃহস্পতিবার অনুরাগকে জেরা করছেন মুম্বই পুলিশের কর্তারা।
শুধুমাত্র যৌন হেনস্থা নয়, অনুরাগের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মাদক সেবনের অভিযোগেও একটি অভিযোগ দায়ের করেন অভিনেত্রী পায়েল ঘোষ। অনুরাগ যদিও, নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। এখন মুম্বই পুলিশ কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।
2020-10-01