নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের হাথরাসের গণ-ধর্ষিতা তরুণীকে রাতারাতি সৎকার করা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অভিযোগ উঠছে, নির্যাতিতার পরিবারের বক্তব্য না শুনেই, রাতারাতি দাহ করা হয়েছে ওই তরুণীর দেহ। এ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বুধবার টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, পরিবারের কাছ থেকে সৎকারের অধিকারও কেড়ে নেওয়া হল, এটা অপমানজনক, অত্যন্ত অন্যায়। তরুণীর সৎকারের ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে রাহুল গান্ধী বুধবার টুইটারে লিখেছেন, ভারতের একজন কন্যাকে ধর্ষণ-খুনের ঘটনা ঘটল। এরপর তথ্য ধামাচাপা দেওয়া হচ্ছে। শেষে তাঁর পরিবারের কাছ থেকে সৎকারের অধিকারও ছিনিয়ে নেওয়া হল। এটা অপমানজনক, অত্যন্ত অন্যায়।
নির্যাতিতার দেহ সৎকার প্রসঙ্গে হাথরাসের জেলাশাসক জানিয়েছেন, ‘পরিবারের সম্মতি ছাড়া সৎকার করা হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা ভুল। রাতে সৎকার করার জন্য তরুণীর বাবা ও ভাই সম্মতি দিয়েছিলেন। সৎকারের সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যেই গাড়িতে দেহ আনা হয়েছিল সেই গাড়ি রাত ১২.৪৫ মিনিট থেকে ভোররাত ২.৩০ মিনিট পর্যন্ত ছিল।’ তরুণীর ভাই অবশ্য জানিয়েছেন, ‘পুলিশকে আমরা বলেছিলাম সকালে সৎকার করব। কিন্তু, তাঁরা অত্যন্ত তাড়ায় ছিল, পুলিশ আমাদের জানায়, ২৪ ঘন্টা হয়ে গিয়েছে এবং দেহে পচন ধরেছে।’