নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৯ সেপ্ঢেম্বর৷৷ সাধুর ত্রিশূলের আঘাতে গুরুতর ভাবে জখম একজন শিক্ষক৷ আশংকাজনক অবস্থায় বর্তমানে তিনি আই এল এস হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি ঘটেছে বক্সনগর মানিক্যনগর এলাকায়৷ আহত শিক্ষকের নাম বিশ্বেন্দু শর্মা৷ বাড়ি রাজধানীর ইন্দ্রনগর এলাকায়৷
আহত শিক্ষকের পরিজনদের কাছ থেকে জানা যায়, বিশ্বেন্দু শর্মা মঙ্গলবার সুকলে যাচ্ছিলেন তখন মানিক্য নগর এলাকায় রাস্তার পাশে থাকা এক সাধু গাঁজা সেবন করে ত্রিশূলটি দিয়ে বিশ্বেন্দু শর্মার কানের পাশে আঘাত করে৷ বিষয়টি এলাকাবাসীর নজরে আসতে কোনোক্রমে সাধুর হাত থেকে রক্ষা করে বিশ্বেন্দু শর্মাকে এম্বুলেন্স দিয়ে হাসপাতালে পাঠায়৷ এদিকে এলাকাবাসী সাধুকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷

