মক্ষিরানীর আসরে ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার,২৯ সেপ্ঢেম্বর৷৷ শান্তিরবাজারে মক্ষিরানীর আসর থেকে আটক এক যুবক৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার জয়গুরু পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় এক ভারাটিয়া বাড়ীতে প্রতিনিয়ত মক্ষীরানির আনাগোনা থাকে৷ জানাযায় এই বাড়ীর মালিক মুহুরীপুরের বাসিন্দা৷ বাড়ীটি ফাঁকা থাকার কারনে জীরানিয়ার বাসিন্দা প্রীতম পাল বাড়ীটি ভারা নিয়ে বাড়ীতে মক্ষীরানির আসর বসিয়ে থাকেন বলে অভিযোগ এলাকাবাসীর৷ আজ উদয়পুরের বাসিন্দা সেন্টু মিয়া হিন্দু এক নাবালিকে নিয়ে এই বাড়ীতে উপস্থিত হয়৷

ঘটনার খবর পেয়ে এলাকার কিছুসংখ্যক যুবক একত্রিত হয়ে শান্তির বাজার থানায় খবর দেয়৷ এলাকাবাসীর উপস্থিতির টের পেয়ে মেয়েটি বাড়ী থেকে পালিয়ে যায়৷ ঘটনার বিবরন জানতে চাইলে সেন্টু মিয়া জানায় মেয়েটি তার প্রেমিকা৷ লোকজনের ভয়ে সে ঘর থেকে পালিয়ে যায় বলে জানায় সেন্টু মিয়া ও প্রীতম পাল৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ৷ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেন্টু মিয়া কে আটক করে থানায় নিয়েযায়৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷