ইমফল, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় নতুন ২৬৯ জনকে কোভিড পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের নিয়ে রাজ্যে কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৭৪৬-এ। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত রাজ্যে একদিনে শনাক্ত দ্বিতীয় সৰ্বোচ্চ কোভিড পজিটিভের ঘটনা।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মণিপুরে করোনা সংক্রমিত ২৬৯ জনের মধ্যে ২৩১ জন সাধারণ নাগরিক এবং ৩৮ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান। রাজ্যের ২৬টি কোভিড নিয়ন্ত্ৰণ কক্ষে এঁদের নমুনা টেস্টের পর করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। নতুন যাঁদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁরা পশ্চিম ইমফল, পূর্ব ইমফল, উখরুল, কাংপোই, কামজং, নোনে, কাকচিং, জিরিবাম, বিষ্ণুপুর, সেনাপতি এবং থউবাল জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে চারজন বহিঃরাজ্য থেকে আগত, বলেছে স্বাস্থ্য বুলেটিন। নতুন আক্রান্ত সবাইকে অন্যদের মতো বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারে রেখে চিকিৎসা চলছে।
অন্যদিকে, মণিপুরে গতকাল রাত পর্যন্ত চিকিৎসার পর সুস্থ ওঠায় ৫৭ জনকে তাঁদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাঁদের নিয়ে রাজ্যে সুস্থ হয়েছেন মোট ৮,০৩৯ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৬৫। প্রসঙ্গত আজ এই খবর লেখা পর্যন্ত মোট ২.৪ লক্ষ করোনার টেস্ট হয়েছে।