মুম্বই, ৩০ সেপ্টেম্বর (হি.স.): অভিনেত্রী পায়েল ঘোষের দায়ের করা যৌন নিগ্রহ মামলায় পরিচালক অনুরাগ কাশ্যপকে সমন পাঠাল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ মুম্বইয়ের ভারসোভা থানায় অনুরাগকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ। ভারতীয় সংবিধানের ৩৭৬, ৩৫৪, ৩৪১ এবং ৩৪২ ধারা অনুযায়ী অনুরাগের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ভারসোভা থানায় অনুরাগের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেত্রী পায়েল ঘোষ। পায়েল ঘোষের অভিযোগ, পাঁচ বছর আগে নিজের বাড়িতে তাঁকে যৌন হেনস্থা করেন অনুরাগ কাশ্যপ।
অভিনেত্রী পায়েল ঘোষের অভিযোগের ভিত্তিতেই এবার অনুরাগ কাশ্যপকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ। মুম্বই পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা এগারোটা নাগাদ মুম্বইয়ের ভারসোভা থানায় অনুরাগ কাশ্যপকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।