নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি. স.): আর কয়েক মাসের মধ্যেই দিল্লি এবং এনসিআর অঞ্চলে শীত পড়বে। প্রতিবার শীতে এই অঞ্চলগুলিতে দূষণের মাত্রা যায় বেড়ে। দূষণের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তৎপর কেন্দ্রীয় সরকার। দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর জেরে দূষণের মাত্রা বেড়ে। এই অবশিষ্টাংশ পোড়ানো রোধ করার জন্য তৎপর কেন্দ্র। পয়লা অক্টোবর কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফ থেকে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং দিল্লির পরিবেশমন্ত্রীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এই বৈঠকে উপস্থিত থাকবেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের সচিব এবং সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় আধিকারিকেরা।
মঙ্গলবার কেন্দ্রীয় ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, প্রতিবছর অক্টোবরের ১৫ তারিখ থেকে পঞ্জাব এবং হরিয়ানায় ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর জন্য দিল্লি এবং এনসিআর অঞ্চলে দূষণের মাত্রা বেড়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য বৈঠক ডাকা হয়েছে। পাঁচ রাজ্যের সহযোগিতায় দূষণ কমানোর জন্য এই উদ্যোগ ২০১৬ সাল থেকে নেওয়া হয়েছিল। ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এর শুভ সূচনা করেছিলেন। দূষণ রোধ করার জন্য ইতিমধ্যেই ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ে বৈঠক হয়েছে। পরিবেশ সচিব দুটি বৈঠক করেছেন এবং সিপিসিবি চারটি বৈঠক করেছে। এছাড়া অন্যান্য রাজ্যের সঙ্গে আলোচনা চলছে। কেন্দ্রীয় সরকারের তৎপরতায় বাহন দূষণ কমানো গিয়েছে। কেন্দ্র নিজের কর্তব্য ক্রমাগত পালন করে চলেছে রাজ্যগুলির উচিত নিজের দায়িত্ব পালন করা।