নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৬ সেপ্ঢেম্বর৷৷ গভীর রাতে সংঘটিত অগ্ণিকাণ্ড দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ দক্ষিণ জেলার জোলাইবাড়ি বাজারে সংঘটিত এই অগ্ণিকাণ্ডের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ কমল মজুমদার এবং সমীর বণিকে দোকান আগুনে পুড়ে গেছে৷
পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে জোলাইবাড়ি বাজারের দুটি দোকানে হঠাৎ করে অগ্ণি সংযোগ ঘটে৷ ওই দুই দোকানের মালিক হলেন কমল মজুমদার ও সমীর বণিক৷ একজনের স্বর্ণালঙ্কার ও অপরজনের ইলেক্ট্রিক সরঞ্জাম এবং টিভির দোকান ছিল৷ আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাজারের অন্যান্য ব্যাবসায়ীরা ছুটে আসেন৷ ইত্যবসরে খবর দেওয়া হয় জোলাইবাড়ি দমকল বাহিনীকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল বাহিনীর কর্মীরা৷
দমকলের একটি ইঞ্জিন এবং বাজারের ব্যাবসায়ীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ পুলিশের বক্তব্য, অগ্ণিকাণ্ডে দুই দোকানের সমস্ত জিনিষপত্র পুড়ে ছাই হয়ে গেছে৷ অগ্ণিকাণ্ডে দুই দোকানের মোট প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে কমল মজুমদার ও স্বামীর বণিক দাবি করেছেন৷ তবে এই অগ্ণিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে তা জানা যায়নি৷ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে৷