জম্মু, ২৬ সেপ্টেম্বর (হি.স.) সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে ফের গোলাগুলি বর্ষণ করল পাকিস্তানি সেনাবাহিনী। শনিবার ভোররাতে প্রথমে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোটে সেক্টরে হামলা চালায় পাক সেনা। এরপর বেলা ১১.১৫ মিনিট নাগাদ রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী। পাক সেনাবাহিনীকে যথাযোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, শনিবার ভোররাত ২.১৫ মিনিট নাগাদ পুঞ্চ জেলার মানকোটে সেক্টরে হামলা চালায় পাক সেনা। পাক সেনাবাহিনীকে ভোররাতেই যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনা। এরপর শনিবার বেলা ১১.১৫ মিনিট নাগাদ রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে গোলাগুলি বর্ষণ করে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর পাশাপাশি মর্টার শেলও নিক্ষেপ করে পাক সেনা। পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে হতাহতের কোনও খবর নেই।

