মুম্বই, ২৬ সেপ্টেম্বর (হি.স.): অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-তদন্তে, মাদক মামলায় জেরার মুখোমুখি হতে মুম্বইয়ে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বিশেষ তদন্তকারী দল (সিট) দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং শ্রদ্ধা কপূর। মাদক মামলায় এই দুই অভিনেত্রীকে সমন পাঠিয়েছিল এনসিবি। সমন পাওয়ার পর শনিবার সকালে এনসিবি-র দফতরে হাজিরা দেন দীপিকা। শ্রদ্ধা আসেন দুপুর বারোটা নাগাদ।
এনসিবি সূত্রের খবর, দীপিকাকে মুম্বইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে জেরা করা হচ্ছে। রেকর্ড করা হচ্ছে তাঁর বয়ান। তবে স্বামী রণবীর সিংকে তাঁর সঙ্গে দেখা যায়নি। মাদক মামলায় শুক্রবারই অভিনেত্রী রাকুল প্রীত সিংকে জেরা করেছিল এনসিবি। জেরা করা হয়েছিল দীপিকার ম্যানেজারকেও। এবার এনসিবি-র জেরার মুখোমুখি হলেন শ্রদ্ধা কপূর। এনসিবি সূত্রের খবর, এ দিন বেলা ১১টা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি-র দফতরে পৌঁছনোর কথা ছিল শ্রদ্ধার। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী দলটির থেকে সময় চেয়ে নেন তিনি। সেই মতোই বেলা ১২টা নাগাদ এনসিবি-র দফতরে পৌঁছন শ্রদ্ধা। এদিনই এনসিবি দফতরে আসতে পারেন সারা আলি খান।

