নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ কৃষি বিলের বিরুদ্ধাচরণ করে বৃহত্তর কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস৷ এতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যে শাসক জোটের বিরুদ্ধে চাপ বাড়াতে ওই সমস্ত কর্মসূচি পালন করবে৷ ২৬ সেপ্ঢেম্বর থেকে পর্যায়ক্রমে সারা রাজ্যে কংগ্রেস আন্দোলনে ঝাঁপাবে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস৷
পীযূষকান্তি বলেন, ২৬ সেপ্ঢেম্বর কৃষি বিলের বিরোধিতায় কংগ্রেস নেতা-কর্মীরা সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হবেন৷ ওই কালা আইনের বিরুদ্ধে গর্জে উঠবেন তাঁরা৷ তেমনি আগামী ২৮ সেপ্ঢেম্বর আগরতলায় গান্ধী মূর্তির পাদদেশে এক জমায়েতের আয়োজন করা হবে৷ সেখানে গণস্বাক্ষর সংগ্রহ করে রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে কৃষি বিলের বিরুদ্ধাচরণ করে লেখা স্মারকলিপি পাঠানো হবে৷
সাথে তিনি যোগ করেন, ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কংগ্রেস কর্মীরা বুথ এবং পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সারা দেশে ওই কালা আইনের বিরুদ্ধে ২ কোটি কৃষক, দোকানদার, শ্রমিকদের স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামবেন৷ এই অভিযান চলবে ৩১ অক্টোবর পর্যন্ত এবং ৭ নভেম্বরের মধ্যে এআইসিসি-তে তা জমা দিতে হবে৷ তিনি বলেন, এআইসিসি ১৪ নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনে ওই গণ স্বাক্ষর সংবলিত স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে৷
পীযূষবাবু জানান, ২ অক্টোবর মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে কংগ্রেস ’কিশান মজদুর বাঁচাও’ দিবস হিসেবে প্রত্যেক বিধানসভা অঞ্চলে, জেলাস্তরে ধরনা এবং প্রতিবাদে শামিল হবে৷ কংগ্রেসের সর্বস্তরের নেতা ও কর্মীরা ওই প্রতিবাদে শামিল হবেন৷ সাথে তিনি যোগ করেন, ১০ অক্টোবর কংগ্রেসের রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে৷