দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে প্রথম ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ গোমতী জেলার উদয়পুরে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ মৃত ব্যক্তির নাম সঞ্জয় দেববর্মা৷ তার বাড়ি মোহনপুর এলাকায়৷ বাইক নিয়ে ওই ব্যক্তি উদয় পড়ে গিয়েছিল৷ উদয়পুরে একটি বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর ভাবে আহত হয় সঞ্জয় দেববর্মা নামে ওই ব্যক্তি৷ পথ দুর্ঘটনায় আহত সঞ্জয় দেব বর্মা কে প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷

তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গোমতী জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতাল এ নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে৷ এ ব্যাপারে রাধাকৃষ্ণপুর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ পুলিশ গাড়ি এবং বাইক আটক করেছে,৷ দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়ে সঞ্জয় দেববর্মার পরিবারের লোকজন রা মোহনপুর থেকে জিবি হাসপাতালে ছুটে আসেন৷পরিবারের তরফে জানানো হয় সঞ্জয় দেববর্মা উদয়পুর বাইক নিয়ে গিয়েছিল বলে তাদের কাছে খবর ছিল না৷