নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ সেপ্ঢেম্বর৷৷ গোলাঘাটি কেন্দ্রের বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা গত ১৫ সেপ্ঢেম্বর করোনা আক্রান্ত হন৷ এতদিন হোম আইশোলেশনে থাকার পর শারীরিক অবস্থা অবনতি দেখে বুধবার আগরতলা জিবি হাসপাতালে ভর্তি হন৷ জ্বর, সর্দি, কাশিতে শরীরের অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছেন তিনি৷
কোন জিনিসের স্বাদ এবং গন্ধ পাচ্ছেন না পাশাপাশি খাবার রুচি নাই বলেও জানিয়েছেন বিধায়ক নিজেই৷ বর্তমানে জিবির আইসিইউতে রয়েছেন তিনি৷ তবে শারীরিক অবস্থা বর্তমানে আগের তুলনায় ভালো বলে জানান বিধায়ক৷ আপামর জনসাধারণের নিকট ওনার সুস্থতার জন্য আশীর্বাদ কামনা করেন বীরেন্দ্র বাবু৷

