মৃতদেহ হাসপাতালে আটকে রেখে পরিবারের কাছ থেকে অধিক অর্থ আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ অবশেষে আই এল এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল পথ দুর্ঘটনায় আহত চিনময় আচার্যের৷ মৃত আচার্য একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল৷ বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছিল চিনময় আচার্য৷ তাকে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়৷অবস্থা সংকটজনক হয় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য আইএলএস হাসপাতালে স্থানান্তর করা হয়৷


আইএনএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন করাতে হবে বলে চিকিৎসকরা পরামর্শ দেন৷ সে অনুযায়ী পরিবারের লোকজনরা অপারেশন করাতে ও সম্মত হন৷ প্রয়োজনীয় টাকা পয়সার জোগান দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে৷ কিন্তু শেষপর্যন্ত আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে৷ মৃত চিনময় আচার্যের পরিবারের অভিযোগ করা আইএলএস কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছে৷ মৃত্যুর ২৪ ঘন্টা পর বিষয়টি পরিবারের লোকজনদেরকে জানানো হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷


মৃত্যুর পর মৃতদেহ হাসপাতালে আটকে রেখে পরিবারের কাছ থেকে অধিক অর্থ আদায়ের কৌশল নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ যথাসময়ে মৃত্যুর সংবাদ পরিবারের লোকজনদের কেনা জানানো এবং মৃতদেহ পরিবারের হাতে তুলে না দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৃত চিনময় আচার্যের পরিবারের লোকজন ও আত্মীয়-পরিজন রা৷ উল্লেখ্য আইএলএস হাসপাতালের বিরুদ্ধে ইতিপূর্বে এ ধরনের অভিযোগ মিলেছে৷পরপর এ ধরনের অভিযোগ করতে থাকায় আইএলএস হাসপাতালে প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস’’ ক্রমশ হারাতে বসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *