আহমেদাবাদ, ২৪ সেপ্টেম্বর (হি. স.): পূর্ব লাদাখের সীমান্তে চিনা আগ্রাসনের পর থেকেই পাকিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোতে নিজেদের সামরিক গতিবিধি বাড়িয়ে দিয়েছে। ভারতীয় ভূখণ্ডে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর জন্য ক্রমাগত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি লংঘন করে গিয়েছে।এবার নজিরবিহীনভাবে গুজরাট উপকূলে আন্তর্জাতিক সীমান্ত গুলি চালালও পাকিস্তান।
জানা গিয়েছে, গুজরাটের পোরবন্দর থেকে চার জন মৎসজীবি নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল সমুদ্রে। আন্তর্জাতিক জলসীমায় কাছে তারা মাছ ধরছিল সেই সময় পাকিস্তানের থেকে তাদেরকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়। পাকিস্তানের ছোড়া গুলিতে এক মৎস্যজীবী গুরুতর জখম হন। আহত মৎসজীবীকে চিহ্নিত করা গিয়েছে তার নাম টাংডেল ধীরুভাই বাংভাবিয়া। তার হাতে গুলি লেগেছে।পরে কোন মতে বাকি তিন মৎস্যজীবীর নৌকা নিয়ে পোরবন্দর ফিরে এসেছে। তাদের চোখে – মুখে আতঙ্কের ছাপ। তাদের দাবি যে তারা ভারতীয় জলসীমায় মধ্যে থেকেই মাছ ধরছিল।ঠিক সেই সময় পাকিস্তানের উপকূলবর্তী বাহিনী তাদের ওপর হামলা চালায়। মোট চার রাউন্ড গুলি ছোড়ে পাকিস্তান।গুজরাটের মৎস্যজীবীদের সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে বুধবার গভীর রাতে মাছ ধরতে গিয়ে পাকিস্তানি হানার শিকার হন এই সকল মৎস্যজীবীরা।এই হামলার পর উপকূলবর্তী সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।