চন্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (হি.স.): কৃষি বিলের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে কৃষকরা। দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছেই, এবার পঞ্জাবে তিন-দিনের ‘রেল-রোকো’ আন্দোলন শুরু করলেন কৃষকরা। ফলে বিঘ্নিত হল ট্রেন চলাচল। বৃহস্পতিবার পঞ্জাবের ফিরোজপুর রেলওয়ে ডিভিশনে বিপর্যস্ত হল ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৪-২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ জোড়া বিশেষ ট্রেন বাতিল থাকবে। যাত্রীদের সুরক্ষা এবং রেলের সম্পত্তি নষ্ট হওয়া রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪-২৬ সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত ট্রেন বাতিল থাকবে সেগুলি হল-স্বর্ণমন্দির মেইল (অমৃতসর-মুম্বই সেন্ট্রাল), জন শতাব্দী এক্সপ্রেস (হরিদ্বার-অমৃতসর), নিউদিল্লি-জম্মু তাওয়াই, কর্মভূমি (অমৃতসর-নিউ জলপাইগুড়ি), সচখন্দ এক্সপ্রেস এবং শহিদ এক্সপ্রেস (অমৃতসর-জয়নগর)।
তিন-দিনের ‘রেল-রোকো’ আন্দোলনের ডাক দিয়েছে কিষাণ মাজেদুর সংঘর্ষ কমিটি, পরে বিভিন্ন কৃষি সংগঠন এই আন্দোলনে সমর্থন জানিয়েছে। বৃহস্পতিবার সকালেই বারনালা এবং সাঙ্গরুরে রেললাইনে বসে পড়েন ভারতীয় কিষান ইউনিয়নের সমর্থকরা। ফলে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।