আজ কংগ্রেসের ডাকে ত্রিপুরা বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ খোদ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে প্রতিনিয়ত আইনের সঙ্গে ছেলে খেলা হচ্ছে৷ বিরোধী দলের সঙ্গে দ্বিচারিতা মূলক আচরণ করছে প্রশাসন৷ কংগ্রেসের ডাকা বনধকে বানচাল করার জন্য বিজেপি এবং পুলিশ যৌথভাবে কাজ করছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বিএমএসের পক্ষ থেকে আজ কংগ্রেস ভবন কে লক্ষ্য করে উস্কানিমূলক হুমকি দেয়া হয়েছে৷


কংগ্রেস কর্মীরা নিয়ন্ত্রণে ছিল বলে অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি বলে তিনি আশংকা করেন৷ পশ্চিম থানার পুলিশের নাকের ডগায় এই ঘটনা প্রমাণ করে, গোটা রাজ্যে অবস্থা কি রয়েছে৷ প্রসঙ্গত উল্লেখ্য ১২ দফা দাবিতে আগামীকাল অর্থাৎ একুশে সেপ্ঢেম্বর ১২ ঘন্টার বনধের আহবান করেছে প্রদেশ কংগ্রেস৷ বনধ আহবানের মূল কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, করোনা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের চরম ব্যর্থতা, ১০৩২৩, বিরোধী রাজনৈতিক দলের উপর আক্রমণ, চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা ইত্যাদি৷ সাংবাদিকদের উপর আক্রমণ ও সবর্োচ্চ ক্ষমতাবানের অঙ্গুলিহেলনে সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেন পীযূষ কান্তি বিশ্বাস৷


এসব দাবি নিয়ে আলোচনার জন্য প্রদেশ কংগ্রেস সময় চেয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে৷ কিন্তু মুখ্যমন্ত্রী সেই সময় দেননি৷ অন্যদিকে গণতান্ত্রিক আন্দোলনের উপর আঘাত হানার জন্য তার নির্দেশেই পুলিশ প্রশাসন কাজ করছে বলে অভিযোগ করেন পীযূষ বিশ্বাস৷ তিনি বলেন যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলির যাবতীয় কর্মকাণ্ড বন্ধ করে রাখা হয়েছে জোর করে, সেখানে শাসকদলীয় সংগঠনের নানা কর্মসূচি চলছে অনায়াসেই৷ এ কোন ধরনের আইনের শাসন চালাচ্ছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ণ তোলেন কংগ্রেস সভাপতি৷ তিনি বলেন এসবের বিরুদ্ধে গর্জে ওঠে রাজ্যের মানুষ আগামীকাল ১২ ঘণ্টার ত্রিপুরা বনধ সর্বাত্মক এবং স্বতঃস্ফূর্তভাবে সফল করবেন৷

এদিন সাংবাদিক দের পক্ষ থেকে প্রশ্ণ করা হলে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন, ত্রিপুরায় বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের সংগঠনকে মজবুত করার জন্য যথেষ্ট আন্তরিক দলের নবনিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক৷ গত ১৮ তারিখ প্রদেশ কংগ্রেস সভাপতিকে তিনি ডেকে পাঠিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যাবতীয় খোঁজখবর নেন৷ দলের সংগঠনকে মজবুত করার মাধ্যমে সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি জোরদার করার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক যথেষ্ট আন্তরিক বলে জানিয়েছেন পীযূষ কান্তি বিশ্বাস৷ তিনি বলেন এই সার্বিক ক্ষেত্রে দলের সর্বভারতীয় কমিটি যাবতীয় সাহায্য করবে৷