রাজ্যে করোনার বিস্তারের জন্য সিপিএমকে দায়ি করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ বর্তমান করোনা যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস আগামী ২১ সেপ্ঢেম্বর বনধ -এর ডাক দিয়েছে৷ প্রদেশ কংগ্রেস কার স্বার্থে এই বনধ -এর ডাক দিয়েছে তা স্পষ্টিকরন করা জরুরি৷ রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি জানান প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ কারণ বর্তমান পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেসের এ ধরনের সিদ্ধান্ত জনবিরোধী সিদ্ধান্ত৷ তাছাড়া রাজ্যে করোনার বিস্তারের জন্য সিপিএমকে দায়ি করেছেন নবেন্দু ভট্টাচার্য৷


মানুষের জীবন বাজি রেখে নেতাদের স্বার্থে ডাকা হয়েছে এই বনধ৷ এই বনধ রাজ্যের মানুষ মেনে নেবে না৷ প্রত্যাখ্যান করবে এই বনধ৷ এই বনধ সাধারণ মানুষকে প্রভাবিত করবে৷ তাই রাজ্য সরকারের কাছে দাবি এই জনবিরোধী বনধ -এর বিরুদ্ধে সরকার যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে৷ যারা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে৷ এমনটাই দাবি জানান তিনি৷ রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেস দল একে অপরের পরিপূরক৷

সম্প্রতি সিপিআইএম সাংবাদিক সম্মেলন করে জিবি হাসপাতালের পরিষেবা এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিককে নিয়ে যে ধরনের বক্তব্য রেখেছে তার তীব্র নিন্দাদায়ক৷ কারণ রাজ্যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিক জনপ্রতিনিধি হিসেবে জিবি কোভিড ট্রিটমেন্ট সেন্টার নিয়ে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এতে পরিষেবা আরও উন্নত হচ্ছে৷ রোগী এবং রোগীর পরিজনদের সাথে আলোচনা করে খোঁজ খবর রাখছেন৷


যা বিরোধীদল সিপিআইএম ভালো ভাবে মেনে নিতে পারছে না৷ এতে স্পষ্ট হয়ে উঠেছে জিবি হাসপাতালে মানুষের জীবন নিয়ে খেলা শুরু হয়েছিল৷ বিরোধী দলের তারা গত কয়েকদিনে ব্যর্থ হয়েছে৷ এখন তারা মুখ খুলতে শুরু করেছে৷ তারা জানে না রাজ্য সরকার কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে ডব্লিউ এইচ ও গাইডলাইন মেনে চলেছে৷ এবং প্রতিদিন কোভিড মুকাবিলা যাবতীয় তথ্য ডব্লিউ এইচ ও কাছে পেশ করছে৷ আর সিপিআইএম যখন ক্ষমতায় ছিল তখন রাজ্যে ম্যালেরিয়া আন্ত্রিকে বহু মানুষের মৃত্যু হতো৷
কেন্দ্রীয় টিম রাজ্যে আসলে সেই গাইডলাইন মানত না তৎকালীন সরকার৷ আর বর্তমানে বিরোধী দলের হয়ে অসত্য তথ্য তুলে ধরছে রাজ্যবাসী কাছে৷ তীব্র নিন্দা জানায় প্রদেশ বিজেপি বলে জানান তিনি৷