জিবি হাসপাতালে আক্রান্ত নার্স, উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ জিবি হাসপাতালে আক্রান্ত হলেন নার্স৷ ঘটনা রবিবার সকাল নাগাদ৷ ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতাল এর তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


জানা যায় রোগীর পরিবার এর লোকজনরা উত্তেজিত হয়ে নার্স ও চিকিৎসকদের ওপর হামলা চালায় এবং হাসপাতালের জিনিষপত্র ভাঙচুর করে৷ ঘটনার খবর পেয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ ছুটে আসে৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ তবে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ঘটনার পর পুলিশ আসার আগেই অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে৷


তবে হাসপাতাল কর্তৃপক্ষের তবে অভিযুক্তদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন ঠিক সেই সময়ে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক-নার্স ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷হামলাকারীদের গ্রেপ্তার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা৷অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা পরিষেবা থেকে বিরত থাকার হুমকিও দিয়েছেন৷

উল্লেখ্য জিবি হাসপাতালে চিকিৎসা গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে চলেছে৷আচরণের অভিযোগ তোলে প্রায়ই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য কর্মীদের ওপর উত্তেজিত লোকজন হামলা চালাচ্ছে৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতালে পরিবেশ ক্রমশ কলুষিত হচ্ছে৷ জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *