নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি. স.): কৃষি বিল নিয়ে পাল্টা বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হল বিজেপি। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন কেন কৃষকদের আয় দ্বিগুণ হয়নি বলে পাল্টা কটাক্ষ করলেন বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব। রবিবাসরীয় সকালে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দাঁড়িয়ে ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, এই বিল কার্যকর হলে ৭০ বছর পর কৃষকেরা ন্যায় পাবে। কংগ্রেস আমলে গ্রামাঞ্চলের আয় কমে গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার আগে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের আয়ের আনুপাতিক হার ছিল ২: ১। দুর্ভাগ্যবশত স্বাধীনতার পর থেকে কংগ্রেসের ভ্রান্ত নীতির জন্য শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের আনুপাতিক হার ছিল ৭: ১।কেন সেই সময়ে গ্রামাঞ্চলের আয় কমে গিয়েছিল তার জবাব কংগ্রেসকে দিতে হবে।কৃষিতে রেকর্ড পরিমাণ ফলন হওয়ার সত্তেও কেন কঠোর পরিশ্রম করা কৃষকদের আয় দ্বিগুণ হল না এর জবাব কংগ্রেসকে দিতে হবে।কৃষকেরা ন্যায় পাওয়ার জন্য ৭০ বছর অপেক্ষা করেছে।কৃষি ক্ষেত্রে এই বিল সংস্কার নিয়ে আসবে।কৃষিতে এত বিপুল পরিমাণ ফলন হওয়ার সত্তেও কেন খাদ্য প্রক্রিয়াকরণ এর বাজারে ভারতের অংশীদারিত্ব মাত্র পাঁচ শতাংশ।এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার।মৎস্য চাষ এবং পশু পালনের জন্য ইতিমধ্যেই পর্ষদ গঠন করা হয়েছে।কৃষি ক্ষেত্রে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে সরকার।এই ক্ষেত্রে কাজ করে চলেছে কেন্দ্র।পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি সেচ ব্যবস্থার উন্নতিকরণ করা হয়েছে।কৃষকদের সাহায্য করার জন্য এই বিলটি আনা হয়েছে।উল্লেখ করা যেতে পারে এদিন কৃষি সংক্রান্ত দুটি বিলের প্রস্তাব পেশ করেন কৃষিমন্ত্রী।
2020-09-20