নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি. স.): ভারতজুড়ে করোনার মারণ দৌরাত্ম্য অব্যাহত। প্রত্যেকদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেদিকে আলোকপাত করে গোষ্ঠী সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লি স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।পাশাপাশি তিনি এও জানিয়েছেন এই নিয়ে সঠিক তথ্য দিতে পারবে একমাত্র ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এবং কেন্দ্রীয় সরকার।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘দিল্লি সহ গোটা ভারতজুড়ে যেভাবে বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, তাতে করে গোষ্ঠীর ভেতরের সংক্রমণ হয়েছে এটা আমি মনে করছি। যদিও এটা পুরোপুরি টেকনিকাল টার্ম। তাই বৈজ্ঞানিকরা আরও ভাল করে বলতে পারবে।’ দিল্লির করোনা পরিস্থিতি সম্পর্কে অবগত করাতে গিয়ে সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, শুক্রবার দিল্লি জুড়ে আক্রান্তের হার ৬.৭৬ শতাংশ ছিল।বিগত কয়েক দিন ধরে আক্রান্তের হার ৭ শতাংশের নিচে অবস্থান করছে।শুক্রবার করোনায় মৃতের হার ছিল ২.০৫ শতাংশ।আক্রান্তের হার দ্বিগুণ হতে সময় নিচ্ছে ৪০ দিন।৫০০ টি অতিরিক্ত শয্যা করোনা রোগীদের জন্য মোতায়েন করা হয়েছে হাসপাতালগুলোতে।