নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ আবারো গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার নেশা বিরোধী অভিযান চালিয়ে বিপুল সাফল্য পেলেন৷ চুড়াইবাড়ি থানাধীন এস টি পাড়া সংলগ্ণ এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইন সহ এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ৷ উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা এবং ধৃত যুবকের নাম বজরুল হক (৪০)৷বর্তমানের চুরাইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷
ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী যেদিন থেকে উত্তর ত্রিপুরার পুলিশ সুপারের দায়িত্ব হাতে নিয়েছেন৷সেই দিন থেকেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন৷তেমনি আজ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস সহ বিশাল পুলিশবাহিনী নিয়ে চুরাইবাড়ি থানাধীন এস টি পাড়া এলাকায় নেশা বিরোধী অভিযান চালান৷ অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে দুই প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হন৷ সাথে আটক করা হয় বজরুল হক (৪০) পিতা আব্দুল মজিদ নামের এক যুবককে৷ তার বাড়ির পার্শবর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বারইগ্রামে৷ উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আড়াই লক্ষাধিক টাকা৷ বর্তমানে হেরোইনসহ ধৃত নেশা কারবারি চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে৷পাশাপাশি চুড়াইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷
এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভখনুপদ চক্রবর্তী জানান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছিলেন তা বাস্তবায়ন করতে পুলিশ প্রশাসনকে সাধারন জনগন যথেষ্ট সাহায্য করে যাচ্ছেন৷ আজও উনার কাছে খবর ছিল আসাম থেকে একটি যুবক পায়ে হেঁটে ত্রিপুরা আসম সীমান্তের গভীর জঙ্গল দিয়ে রাজ্যে প্রবেশ করবে৷ সে খবরের উপর ভিত্তি করে চুরাইবারি থানাধীন এস টি পাড়া সংলগ্ণ এলাকায় উৎপেতে বসে থাকেন৷ যখন ওই যুবক গভীর জঙ্গল থেকে পায়ে হেঁটে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কে প্রবেশ করে,তখন পুলিশ ও টিএসআর জওয়ানরা ওই যুবককে ধরতে গেলে সে পালাতে চেষ্টা চালায়৷ যদিও পুলিশ ও টিএসআর জওয়ানরা সেই যুবককে আটক করতে সক্ষম হয়৷
এমনকি স্থানীয় জনগণও পুলিশ প্রশাসনকে যথেষ্ট সাহায্য করেন বলেও পুলিশ সুপার জানান৷ধৃত যুবককে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে দুই প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়৷ দুই প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ৷যার বাজারমূল্য আড়াই লক্ষাধিক টাকা বলেও জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷ সাথে আটক করা হয় নেশা কারবারি অসময়ে করিমগঞ্জ জেলার বারইগ্রামের বাসিন্দা বজরুলকে৷ পুলিশ সুপার জানান, বর্তমানে নেশা কারবারিরা অসম থেকে রাজ্যে গভীর জঙ্গল দিয়ে পায়ে হেঁটে নেশা সামগ্রী পাচারের পন্থা অবলম্বন করছে৷ তবে আগামী দিনেও নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার৷অপরদিকে নেশা কারবারি বজরুল হককে আগামীকাল ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে চুরাইবাড়ি থানার পুলিশ৷