নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ সেপ্ঢেম্বর৷৷ সিপাহী জলা জেলার জেলাশাসকের দায়িত্ব নেওয়ার পর জেলার বিভিন্ন অফিস গুলো পরিদর্শন করছেন জেলাশাসক বিশ্বশ্রী বি৷ মঙ্গলবার জম্পুইজলা মহকুমাশাসক অফিস পরিদর্শন করলেন সিপাহীজলা জেলাশাসক৷ মহকুমা শাসক অফিসের প্রতিটি সেকশনে পুঙ্খানুপুঙ্খভাবে কাজকর্মের খোঁজখবর নেন জেলাশাসক৷ সরকারি বিভিন্ন কাজ গুলো কোন পদ্ধতিতে করা হচ্ছে৷ সময়ের প্রতি লক্ষ্য রেখে কাজগুলো হচ্ছেন হচ্ছে কিনা সেগুলো তদন্ত করেন তিনি৷
এক সাক্ষাৎকারে জেলাশাসক জানান পরিদর্শনকালে অফিসে ইন্টারনেট সহ আরো কিছু প্রয়োজনীয় জিনিসের অভাব রয়েছে এগুলো অবিলম্বে সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি৷ শেষে জম্পুইজলা মহকুমাশাসক অফিসে পরিদর্শনকালে তার দেখা হয়েছে সন্তোষজনক বলেও জানিয়েছেন তিনি৷ তবে জাম্পুইজালা ইন্টারনেট সমস্যার কারণে সরকারি বিভিন্ন কাজকর্ম দীর্ঘদিন ধরেই লাটে৷ এখন দেখার জেলাশাসকের পরিদর্শনের পর আর কতদিন লাগবে ইন্টারনেট সমস্যা সমাধানে সেটা সময় বলবে৷