নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি. স.): কর্মসংস্থানের সপক্ষে সওয়াল করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় যুবসমাজ যে বিপুল পরিমাণ কর্মসংস্থান চাইছে সেই দিকে আলোকপাত করেন প্রিয়াঙ্কা।এদিন নিজের টুইট বার্তায় প্রিয়াঙ্কা লেখেন, যুব সমাজের চাহিদা পরীক্ষা সঠিক সময় হোক।আদালতের না গিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক।কর্মসংস্থানের বৃদ্ধি করা হোক।
চুক্তিভিত্তিক আইন অবলুপ্ত হোক। রাজ্য তথা দেশের যুব সমাজ জেগে উঠেছে।সরকার যদি সেই অনুসারে কাজ না করে তবে যুবসমাজই সরকারকে সরিয়ে দেবে।
উল্লেখ করা যেতে পারে, একাধিক কেন্দ্রীয় সরকারের চাকরি পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়া দেরিতে হওয়ায় অসন্তোষ সৃষ্টি হয়েছে গোটা দেশজুড়ে। পাশাপাশি উত্তরপ্রদেশের যোগী সরকারও নিয়োগ প্রক্রিয়ায় গতি শ্লথ করে রেখেছে এদিকে বহু যুবক যুবতী মহামারী করোনার জেরে কর্মহীন হয়ে পড়েছে।সেদিকে আলোকপাত করে প্রিয়াঙ্কা এই টুইট করেছেন।