নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পরিসংখ্যান দিয়ে বুধবার লিখিতে জবাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি। লিখিত জবাবে জি কিষেন রেড্ডি জানিয়েছেন, ২০১৯ সালের ৫ আগস্টের পর থেকে, জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০১৯ সালের ৫ আগস্ট পর্যন্ত ৪৫৫টি সন্ত্রাসী ঘটনা ঘটেছিল, ২৯.০৬.২০১৮ থেকে ০৪.০৮.২০১৯ পর্যন্ত। এছাড়াও ২০১৯ সালের ৫ আগস্টের পর থেকে, ০৫.০৮.২০১৯ থেকে ০৯.০৯.২০২০-র মধ্যে ২১১টি সন্ত্রাসী কার্যকলাপের ঘটনা ঘটেছে।
জি কিষেন রেড্ডি আরও জানান, ০৫.০৮.২০১৯ থেকে ০৯.০৯.২০২০-র মধ্যে দেশের অভ্যন্তরে বড় ধরনের কোনও সন্ত্রাসী হামলা হয়নি। কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর দেশে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে এই লিখিত জবাব দিয়েছেন রেড্ডি। দেশের কোন কোন রাজ্যে ইসলামিক স্টেট্ (আইএস) সবচেয়ে বেশি সক্রিয় সে প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি জানান, এনআইএ তদন্তে জানা গিয়েছে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে সবথেকে বেশি সক্রিয় ইসলামিক স্টেট্।